ঝিনাইদহে স্বাস্থ বিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শুক্রবার বেলা ১১ টার দিকে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তসলিমা খাতুন, সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। চলতি বছরে জেলায় প্রাথমিক স্তরে ১০ লক্ষ ২২ হাজার, ২৯২ টি এবং মাধ্যমিক স্তরে ২৪ লক্ষ ৬৭ হাজার ৫৩৮টি বই বিতরণ করা হবে।