৪ দফা দাবী আদায়ে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষানবিশ আইনজীবিরা। আইনজীবী সদন অধিকার আন্দোলন জেলা শাখার আয়োজনে রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচী পালিত হয়। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ শিক্ষানবিশ আইনজীবীরা অংশ নেয়। এসময় আইনজীবী সদন অধিকার আন্দোলন জেলা শাখার আহ্বায়ক মশিয়ার রহমান, কেন্দ্রীয় সম্পাদক সুজন বিপ্লব, শিক্ষানবিশ আইনজীবী শফিকুল ইসলাম শিমুল, আবু তোয়াব অপু, কাজী দবরুল আলম শাহিন, সোহেলী আক্তার, তাসলিমা লাকি, পারুল খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, জটিল, সময়সাপেক্ষ ও হয়রানিমুলক তিন ধাপের পরীক্ষা নামই ছাঁটাই প্রক্রিয়া বাতিল, ন্যুনতম শিক্ষানবিশ ভাতা নির্ধারণ ও সংশ্লিষ্ট আইনজীবী সমিতির মাধ্যমে প্রাপ্তি নিশ্চিত করাসহ ৪ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।