ঝিনাইদহে নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধ-নমিত করা হয়। পরে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এরপর সংক্ষিপ্ত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস কর্তৃক ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে নির্মমভাবে হত্যা করা হয়েছিল প্রায় তিন হাজার শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, শিল্পপতিসহ বিভিন্ন পেশার মানুষকে। এই নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতির মুক্তিযুদ্ধকে নস্যাৎ করার লক্ষ্যে বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীন একটি সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাই তাদের প্রতি আমাদের রয়েছে চিরন্তন কৃতজ্ঞতা।
তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে ভুলতে দেওয়া হবে না। তাদের স্মৃতিকে ধরে রাখা এবং তাদের আদর্শকে লালন করার মাধ্যমে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।