আপডেট টাইম :
বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ১২:২১ অপরাহ্ন
শেয়ার করুন
ঝিনাইদহে টিটু বিশ্বাস নামের এক রাজমিস্ত্রীকে হাতুড়ি পেটা করে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে সদর উপজেলার কাশিমপুর গ্রামে। সে ওই গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে। টিটু বিশ্বাসের পিতা জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করেন, সোমবার প্রতিবেশি সামাজিক প্রতিপক্ষ আফসার বিশ্বাসের ছেলে মনিরুল ও বসিরের সাথে টিটুর জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার সকালে ওই গ্রামের ইকবাল হোসেনের বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করার সময় মনিরুল ও বসির হাতুড়ি দিয়ে টিটুকে পিটিয়ে ও ধারোলো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।