ঝিনাইদহে বাড়ি থেকে ডেকে নিয়ে সম্রাট হোসেন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে সদর উপজেলার চুটলিয়া গ্রামে । নিহত যুবক ওই গ্রামের সমির বিশ্বাসের ছেলে। লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ জানান, নিহত ভ্যাকু চালক সম্রাট তার বাড়িতে বসে ছিল। রাতে প্রতিবেশী সবুজ হোসেন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সবুজের বাড়ির পাশের পুকুর পাড়ে তার গলা কাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। কেন কি কারনে এ হত্যা হয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান।