নানা আয়োজনের মাধ্যমে ঝিনাইদহে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এই অনুষ্ঠানের শুভসূচনা করেন জেলা প্রশাসক সরজ কুমার নাথ ও পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। পরে ঝিনাইদহ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা এক সভা অনুষ্ঠিত হয়। তারপর কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর ও এন টিভি এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চ্যানেল আই এর ঝিনাইদহ প্রতিনিধি শেখ সেলিমের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম ও সদর থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিনিয়র সংবাদকর্মী, রাজনৈতিক নেতা ও নানা শ্রেণী পেশার মানুষেরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি বিমল সাহা, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দিপ্ত টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি আলাউদ্দিন আজাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টু ও সহ- সভাপতি আব্দুল হাই সহ প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে বক্তারা যুগান্তরের ২২তম বর্ষে পদার্পণে শুভকামনা জানান, ফুল দিয়ে ঝিনাইদহ প্রতিনিধিকে শুভকামনা জানান এবং এই বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।