ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস। এ উপলক্ষে আজ সকাল ৭ টায় শহরের মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধে শহীদদের প্রতি পুষ্প মাল্য অর্পনের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় স্মৃতি সৌধে ঢল নামে হাজার হাজার মানুষের। প্রথমে জেলা প্রশাসক মোঃ মুজিবুর রহমান এরপর পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, স্বাস্থ বিভাগ সহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতি সৌধে পুষ্প মাল্য অর্পন করা হয়। এছাড়া দিনব্যাপী মুক্তিযোদ্ধা সম্বর্ধনতা, আলোচনা সভা সহ নানা কর্মসুচি পালিত হবে।