ঝিনাইদহের হরিনাকুন্ডু পৌরসভার আয়োজনে মঙ্গলবার দুপুরে পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আক্তার হোসেন, পৌর মেয়র ফারুক হোসেন, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খেলায় পৌরসভার ১০টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেবে। উদ্বোধনী ম্যাচে ১৫ ওভারের খেলায় পৌরসভার ১নং ওয়ার্ড ও ৩নং ওয়ার্ড অংশ নেয়।
আয়োজকরা জানান, মাদক ও মোবাইল গেমস থেকে বর্তমান প্রজন্মকে দূরে রাখতে এমন ধরনের আয়োজন করা হয়েছে। তারা আশা করেন, এই টুর্নামেন্টের মাধ্যমে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বৃদ্ধি পাবে।
টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।