খাদিজার চোখে বাঁচার স্বপ্ন, কিন্তু পরিবারের আর্থিক সঙ্গতি নেই। এই অল্প বয়সেই তার দুইটি কিডনি বিকল। ধীরে ধীরে নিজের মৃত্যু দেখছে চোখে। খাদিজা ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ঘোড়াগাছা লাল মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। চিকিৎসকরা বলেছেন এখনই তার উন্নত চিকিৎসা করতে না করালে তাকে বাঁচিয়ে রাখা সম্ভব না। খাদিজা একই উপজেলার কিসমত ঘোড়াগাছা গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। স্ত্রী ও তিন সন্তান নিয়ে কোন রকম জীবন চলে বিল্লালের। একমাত্র মেয়ের এই কঠিন রোগের কথা শুনে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। ইতমধ্যে বিল্লালের অনেক টাকা খরচ হয়ে গেছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়েকে বাঁচাতে খাদিজার পিতা বিল্লাল হোসেন সমাজের বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা মোঃ বিল্লাল হোসেন, সঞ্চয়ি হিসাব নং ৪৭৩৮, অগ্রনী ব্যাংক, হলিাধানী শাখা, ঝিনাইদহ।