আটককৃতরা হলেন- ঝিনাইদহ প্রাইমারি টির্সাস ট্রেইনিং ইন্সটিটিউট-পিটিআই’র ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলাম (৪১) ও তার স্ত্রী গৃহবধু রুমা খাতুন (৩০)।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, ব্যাপারীপাড়ায় একমাত্র ছেলে সাইফুল ইসলামের সাথে থাকেন জহুরা খাতুন। মৃত স্বামী বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল্লাহর মুক্তিযোদ্ধা ভাতার টাকায় কোন মতে নিজের খরচ চালান তিনি।
তবে সচ্ছল হলেও দীর্ঘদিন ধরে মাকে ভরণ-পোষণ দিচ্ছিলো না ছেলে। খরচ চাইলে উল্টো মারধর ও নির্যাতন চালাতো সাইফুল ও তার স্ত্রী। এতে বাধ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করেন মা জহুরা খাতুন। অভিযোগটি পুলিশ আদালতে পাঠালে বিচারক মামলা নেয়ার নির্দেশ দেন। বুধবার রাতে অভিযান চালিয়ে ব্যাপারীপাড়ার বাসা থেকে ওই দম্পাতিকে গ্রেফতার করে পুলিশ।