ঝিনাইদহ প্রতিনিধি-
করোনার সংক্রমন রোধে সামাজিক দুরত্ব না মানা ও মাস্ক না পরার অপরাধে আজও ঝিনাইদহে বেশ কয়েকজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পায়রা চত্বরসহ বিভিন্ন স্থানে এ অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময় মাস্ক না পরার অপরাধে ৯ জনকে ২২’শ টাকা জরিমানা করা হয়। করোনার সংক্রমন প্রতিরোধে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ’র নির্দেশে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালতের বিচারক।