এহতেশাম রফিক
ঝিনাইদহে জাতির পিতার জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসেনর উদ্দোগে দিনটি উপলক্ষে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্তরে মুক্ত মঞ্চে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। প্রথমে জেলা প্রশাসক মজিবর রহমান, এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সদর পৌর মেয়র সাইদুল করিম মিন্টু সহ বিভিন্ন সরকারী-বে-সরকারী প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া শেখ কামালের জন্মবার্ষিকীতে দিনব্যাপী গাছের চারা রোপন, চারা বিতরণ, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।