“তিনজনই পারেন একটি দেশ ও জাতি কে বদলাতে–
তারা হলেন বাবা- মা ও শিক্ষক”
এ শ্লোগান কে সামনে রেখে বাংলাদেশ ৮৮ ঝিনাইদহ জেলা প্যানেলের উদ্যোগে ঝিনাইদহ পৌরসভায় অবস্থিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ১৯৮৮ সাল পর্যন্ত আমাদের শিক্ষা প্রদান করেছেন,
৯ টি শিক্ষা প্রতিষ্ঠান মোট ৫৮ জন অত্যন্ত পরিচিত শ্রদ্ধেয় শিক্ষকদের সম্মাননা এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
যে সময়ে ছাত্র ও শিক্ষা গুরু শিক্ষকদের মাঝে শ্রদ্ধা আর সম্মানের জায়গাটি প্রায়ই অবহেলিত — সেখানে এধরনের উদ্যোগ নতুন প্রজন্মের কাছে অন্যরকম বার্তা পৌছে দিবে
বলে ধারণা করেন উপস্থিত শিক্ষক এবং ছাত্র-ছাত্রীগণ।
শিক্ষক ছাত্রদের দিনব্যাপী এই মিলন মেলায় অনেক শিক্ষক আনন্দে চোখের অশ্রু ফেলেন, এটা একটি ব্যতিক্রমী অনুষ্ঠান হিসেবে উল্লেখ করেন এবং আশা ব্যক্ত করেন এই ছাত্র-শিক্ষক মিলন মেলায় আগামী প্রজন্মের কাছে মাইলফলক হিসেবে অম্লান হয়ে থাকবে। অনু্ষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড.এম এ মজিদ, ডা. শাহবুব আলম, জনাব মেহদী মাসুদ, জনাব মাহাবুবুর রহমান রুনু, জনাব আব্দুর রহমান, জনাব তোফাজ্জেল হোসেন, জনাব আজাদ, মান্নান, সহ ৮৮ সালে এসএসসি ব্যাচের শিক্ষার্থীগন