ঝিনাইদহ প্রতিনিধি-
তথ্য প্রযুক্তির অপব্যবহার পূর্বক ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বাংলাদেশ হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ, ছাত্র যুব ঐক্য পরিষদ জেলা শাখা এ কর্মসূচি আয়োজন করে।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি কনক কান্তি দাস, জেলা হিন্দু বোদ্ধ ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক সুবীর সমাদ্দার, সদর থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম গাঙ্গুলী, জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি পলাশ বিশ্বাস, ঐক্য পরিষদের নেতা সুশান্ত সরকার, সাধন সরকার, প্রসেনজিৎ ঘোষ সিপন প্রমুখ ।