ঝিনাইদহ জেলার মহেশপুর বেলেমাঠ এলাকা থেকে ফেন্সিডিলসহ আলম শেখ (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। শুক্রবার (১৩ আগস্ট) সকাল সাড়ে নয়টার সময় তাকে আটক করা হয়। আটককৃত আলম শেখ মহেশপুর থানার মান্দার বাড়ীয়া গ্রামের মন্টু শেখের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়,গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল ঝিনাইদহ জেলার মহেশপুর বেলেমাঠ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য বেলেমাঠ বাজারে আসাদুল এর চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা কালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এ সময় আসামীর হেফাজত হতে ১১ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরে জব্দকৃত আলামত ও আটককৃত আসামীকে মহেশপুর থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।