দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝিনাইদহে আওয়ামী লীগের ভার্চুয়াল জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে ভার্চুয়াল এ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। সেসময় জেলার ৬টি উপজেলার ৪টি নির্বাচনী আসনের দলীয় মনোনীত প্রার্থীসহ সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল জনসভার শুরুতে প্রধানমন্ত্রীর স্বাগত বক্তব্য শেষে অংশ নেওয়া ৬টি জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু জেলার সকল উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন। সেই সাথে উন্নয়নরে ধারা অব্যহত রেখে রেললাইন, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানান। আগামী ৭ তারিখের নির্বাচনে বিজয়ের প্রতিশ্রুতিও দেন তারা।
প্রধানমন্ত্রীর ভার্চুয়াল অংশগ্রহণে অনুষ্ঠিত জনসভায় ঝিনাইদহ, কুষ্টিয়া, নেত্রকণা, সাতক্ষীরা, বরগুনা ও রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ অংশ নেয়।
ঝিনাইদহে আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়নের কথা তুলে বলেন,আগামী ৭ তারিখের নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে ঝিনাইদহের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দেন।