ঝিনাইদহে ২ আসনের নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর ১ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। আজ বৃহস্পতিবার হরিনাকুন্ডু উপজেলার চারতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত হাফিজুর রহমান টুকু পায়রাডাঙ্গা গ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহারিয়ার জাহেদীর কর্মী হাফিজুর রহমান টুকু চারাতলা নিজের পুকুরে মাছ ধরতে যাচ্ছিল। পথিমধ্যে নৌকা প্রতীকের সমর্থক দুলালসহ ৩ জন তাকে ধাওয়া করে ধরে। তারা তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। টুকুর আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত হাফিজুর রহমান টুকুর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। তিনি ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়াও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।