কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে” ২০২১ পালিত হয়। এ উপলক্ষ্যে ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের নেতৃত্বে পুস্পস্তাবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পিআইবির পুলিশ সুপার মোঃ মাহাবুবুর রহমান, কমান্ড্যান্ট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মোঃ শাহরিয়ার আলী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোহাইমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামসহ অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ। আলোচনা সভায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের কথা শোনেনএবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পুলিশের পক্ষ থেকে সব সময় তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করা হয়। আলোচনা শেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।