ঝিনাইদহের শৈলকুপা থানাধীন এলাকা থেকে পুলিশ এ্যাসল্ট মামলার আসামী মোমিন (৪০) নামের এক এজাহারনামীয় পলাতক আসামীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র্যাব-৬। মঙ্গলবার বিকাল ৬ টার সময় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন শেখপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার।
সে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ত্রিবেনী গ্রামের আমির গাড়োয়ানের ছেলে। র্যাবের এক প্রেসনোটে জানানো হয়, গ্রেফতারকৃত মোমিন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মামলা নং-০৩ তারিখ ০৪-০৬-২১ ধারা- ১৪৩/১৮৬/২২৪/৩৩২/৩৩৩/৩৫৩ পেনাল কোডের এক জন আসামী। সে এযাবত পলাতক ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ (ঝিনাইদহ ক্য্যম্প) অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।