ঝিনাইদহে ক্লাস বাদে পরীক্ষা বাতিল, সেশন জট নিরসন, অনলাইন ক্লাস বাতিল করে নিয়মিত পাঠদান সহ ৪ দফা দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসুচি পালন করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ কলেজ চত্বর থেকে শিক্ষার্থীরা মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। পরে বিভিন্ন সড়ক ঘুরে কলেজের সামনে ঝিনাইদহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে রাস্তার দু-পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত যানচলাচল বন্ধ থাকে।
বিক্ষোভ কালে শিক্ষার্থীরা বলেন, কলেজ কর্তৃপক্ষ করোনাকালে কোন ধরনের ক্লাস, ব্যবহারিক পরীক্ষা না নিয়ে আগামী ফেব্রুয়ারী মাসে সেমিস্টার ফাইনাল পরীক্ষার সময়সুচি দিয়েছে। এতে আামাদের দুই সেমিস্টার যেমন গ্যাপ হয়েছে তেমনি আমরাও অনেক কিছু শিখতে পারিনি। অন্যদিকে অনেক দরিদ্র শিক্ষার্থী অনলাইন ক্লাস করতে পারছে না। তাই এই সকল সমস্যা সমাধান ব্যাতীত যেন পরীক্ষা না নেওয়া হয় সেই দাবিতেই এই আন্দোলন।
পরে পুলিশ ঘটনা স্থলে পৌছে দুপুর ১২ টার দিকে সমস্যা সমাধাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ^াসের প্রেক্ষিতে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।