ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর এক কৃষকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে শৈলকুপা উপজেলার রূপদাহ গ্রামের তার বাড়ির পাশের ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে বাড়ির পাশের ডোবায় কৃষক রিপনের মাটিচাপা দেওয়া লাশের হাত দেখতে পেয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মাটিচাপা দেওয়া অর্ধ-গলিত লাশ উদ্ধার করে।
গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে নিখোঁজ হয় সে। এ ঘটনায় পরদিন নিহতের দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করে। কৃষক রিপন দীর্ঘদিন মালেশিয়ায় ছিল। ৩ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করে।
তবে এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ।