এহতেশাম রফিক
ঝিনাইদহের মহেশপুরের ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃহস্পতিবার নারী শিক্ষার অগ্রগতি ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির দারিদ্রতা বিমোচনের লক্ষ্যে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরন কর্মসূচী অনুষ্টিত হয়েছে। মানবাধিকার সংগঠন আরডিসির নির্বাহী পরিচালক সাংবাদিক নেতা ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাইকেল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঃলীগ নেতা ও ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ফতেপুর ইউপির প্যানেল চেয়ারম্যান নওশের আলী, ইউপি সদস্য আশাদুল ইসলাম, জহুরুল ইসলাম, নজরুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ। সার্বিক দায়িত্ব পালন করেন আরডিসির প্রোগ্রাম সুপার ভাইজার দাউদ হোসেন।
উল্লেখ্য,বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও আরডিসি সংস্থার বাস্তবায়নে উপজেলার ফতেপুর ইউনিয়নে ২৯জন দরিদ্র মেধাবী ছাত্রীদের মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরন করা হয়। এ সময় এমপি বলেন, নারী শিক্ষার অগ্রগতি বজায় রাখার ক্ষেত্রে আরডিসি’র এই কর্মসূচী বাস্তবধর্মী। এটি অব্যাহত রাখার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।