ধর্ষণ, হত্যা, নির্যাতনসহ নারীর প্রতি ক্রমবর্ধমান সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
সোমবার সকালে শহরের পায়রাচত্বরে আইন ও সালিশ কেন্দ্র এবং ওয়েলফেয়ার এফোর্টস এর সহযোগিতায় এ কর্মসূচীর আয়োজন করে মানবাধিকার নারী সমাজ নামের এক সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, মানবাধিকার কর্মী শরিফা খাতুন, জাহিদুল ইসলাম, ফেটু জোয়ার্দ্দারসহ অন্যান্যরা। এসময় বক্তারা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি এর সাথে জড়িতদের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।