ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী এলাকায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে শংকর কুমার সরকার (৩০) নামের এক ফার্নিচার মিস্ত্রি নিহত হয়েছে। সকালে শৈলমারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শংকর সদর উপজেলার ধোপাবিলা গ্রামের শ্রীবাস চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে ধোপাবিলা গ্রামের নিজ বাড়ী থেকে মোটরসাইকেলে শৈলমারী বাজারে যাচ্ছিল ফার্নিচার মিস্ত্রি শংকর কুমার। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি নসিমনের সাথে সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, দুর্ঘটনার পর নসিমনটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।