ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে সিও সংস্থার কর্মকর্তাবৃন্দ। রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে স্বাক্ষাত করেন তারা। এসময় সিও সংস্থার নির্বাহী পরিচালক সামছুল আলম, সহকারী নির্বাহী পরিচালক তোফাজ্জেল হোসেন, সহ প্রশাসনিক কর্মকর্তা মাফিদুন্নেছা শিলা, আইন উপদেষ্টা এ্যাড, টিপু সুলতান, পরিচালক (ঋণ কর্মসূচী) ফিরোজ আল মামুন, আইটি অফিসার সোহেল পারভেজসহ অন্যান্যরা। স্বাক্ষাতকালে সিও নির্বাহী পরিচালক সামছুল আলম সংস্থার কার্যক্রম তুলে ধরেন। তারই পরিপ্রেক্ষিতে নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম সিও সংস্থার কার্যক্রম সন্তোষজনক বলে আখ্যা দেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি দেশের অর্থনীতির মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারী সংস্থাগুলো নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তার মধ্যে সিও’র সংস্থা সম্পর্কে যেটুকু জেনেছি তাতে আমি সিও সংস্থার সার্বিক সহযোগিতা ও উত্তর উত্তর সাফল্য কামনা করছি। পরে পুলিশ সুপারকে ফুল ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।