ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মুনতাসিরুল ইসলাম। তিনি ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডার ও কুমিল্লা জেলার কৃতি সন্তান। তিনি ডিএমপি’র (লজিস্টিকস) ডিসি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে এসেছেন। গতকাল তিনি ঝিনাইদহের পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার বুঝে নেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গীমুক্ত ঝিনাইদহ গড়তে নবাগত পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম জেলার সকল রাজনৈতিক, সাংবাদিক, সামাজিক সংগঠনসহ সুধি ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন। ইতোমধ্যেই তাকে জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ অনেক সংগঠন এবং গন্যমাণ্য ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। মুনতাসিরুল ইসলাম বিদায়ী পুলিশ সুপার হাসানুজ্জামান (পিপিএম) এর স্থলাভিষিক্ত হলেন। হাসানুজ্জামান (পিপিএম) কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে বদলী হয়েছেন।