ঝিনাইদহের পোড়াহাটিতে ধর্ষনে বাঁধা দেওয়ায় বিবিজান (৫০) নামের এক নারীকে জখম করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পোড়াহাটি মধ্যপাড়ার একটি বাগানের গর্তে এ ঘটনা ঘটে। বিবিজান ওই গ্রামের আনা মিয়ার স্ত্রী।
পোড়াহাটি ইউনিয়নের সাবেক মেম্বার সৈকত আলী জানায়, বৃহস্পতিবার দুপুরে ছাগলের পাতা ছেড়ার জন্য বিবিজান বাড়ির পাশের একটি বাগানে যায়। পূর্ব থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত এক ব্যক্তি বিবিজানের মুখ কাপড় দিয়ে বেঁধে ইট ও কাঠের বাটাম দিয়ে এলাপাতাড়ি আঘাত করে দুই হাত ভেঙ্গে দেয় এবং ধর্ষনের চেষ্টা করে। আমি ও পথচারিরা ঘটনাস্থলে উপস্থিত হলে বিবিজানকে উলঙ্গ অবস্থায় দেখতে পাই। সেসময় হামলাকারী তার পাশেই দাঁড়িয়ে ছিল। তবে হামলাকারী লোকটিকে আমরা ইতিপূর্বে কখনও দেখিনি।
সেসময় স্থানীয়দের সহযোগিতায় হামলাকারীকে আটক করে পাশ্ববর্তী ঝিনাইদহ র্যাব-৬ এর হাতে তুলে দেয় উপস্থিত জনতা এবং আহত বিবিজানকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেওয়ার পথে পাশ্ববর্তী জেলা মাগুরাতে তার মৃত্যু হয়। এলাকাবাসী সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার দাবি করেন।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান, ঝিনাইদহ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সোহেল রানা।