ঝিনাইদহে ট্রাক চাপায় আলী হোসেন (৬০) ও তার ভাতিজা রাশেদুল ইসলাম (২৫) নিহত হয়েছে। আজ বুধবার ভোরে ঝিনাইদহ—মাগুরা মহাসড়কের সদর উপজেলার পাচঁমাইল এলাকায় এ দুর্ঘনাটি ঘটে।
পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার রাঙ্গীয়ারপোতা গ্রামের পাটকাঠি ব্যবসায়ী আলী হোসেন ও তার ভাতিজা রাশেদুল ইসলাম নসিমন নিয়ে পাটকাঠি কিনতে ফরিদপুর যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পেঁৗছালে নসিমনটি বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। সেসময় পিছন থেকে একটি ট্রাক তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চাচা ও ভাতিজা নিহত হয়।
পরে তাদের সাথে থাকা অন্য আলমসাধুর যাত্রীরা মরদেহ নিয়ে বাড়িতে ফিরে আসে। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে প্রেরন করেছে।
নিহত আলী হোসেনের স্ত্রী বলেন, তার স্বামী ও ভাতিজার মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়েছেন। তিনি দোষীদের বিচার দাবি করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। তবে ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
এ নিয়ে গত ৩ দিনে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৫ জন প্রাণ হারালো।