ওলিয়ার রহমান,
ঝিনাইদহে জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগের উদ্দোগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে। পরে শহরে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর স্মরণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল হাই, সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু সহ আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের উদ্দোগে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল।