ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি গ্রামে শষ্য বীজ বাজারজাতকারী কোম্পানী জাফর সীড কোম্পানীর উদ্যোগে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপি কৃষক মগরেব আলীর ফুলকপির ক্ষেতে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাফর সীড কোম্পানীর চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর ও কোম্পানীর মার্কেটিং অফিসার মোহিদুল ইসলাম ও তোহিদুল ইসলাম সহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মালিথা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবুল কাশেম মালিথা, জাহিদ বীজ ভান্ডারের স্বত্বাধিকারী জাহিদ হোসেন ও স্থানীয় কৃষকশ্রেণী ।
অনুষ্ঠানের প্রধান অতিথী জাফর সীডের চেয়ারম্যান আলহাজ্ব আবু জাফর বলেন, কৃষকদের দেশে উৎপাদিত শষ্য বীজ ক্রয় করতে আগ্রহী করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। আমাদের দেশের কৃষকদের ধারনা বিদেশী বীজ লাগালে ফসল ভালো হয় । কিন্তু আমাদের কোম্পানীর দেশীও বীজ দিয়েও উন্নত ও উৎকৃষ্টমানের ফসল উৎপাদন করা সম্ভব। আর কৃষক মগরেব আলীর ক্ষেতে উৎপাদিত ফুলকপি ও টমেটো তার উৎকৃষ্ট উদাহরণ। এসময় বিশেষজ্ঞরা বিভিন্ন শষ্যক্ষেত পরিদর্শন করে কৃষকদের উপকারী পরামর্শ দেন।
কৃষকেরা জানাই “এই কোম্পানীর হাইব্রীড ফুলকপি “সিলভার ক্রাউন-৬০/ঋ১” ও টমেটো “সুমাইয়া” -এর বীজ ক্রয় করে আমরা ভালো ফসল পেয়েছি, আমরা চাই তারা এভাবেই আস্থার সাথে আমাদের ভালোমানের বীজ সরবারহ অব্যাহত রাখবে।
অনুষ্ঠান শেষে জাফর সীড কোম্পানী থেকে হাইব্রীড ফুলকপি, টমেটো ও অন্যান্য শষ্য বীজ ক্রয় করে উন্নতমানের ফসল উৎপাদন করে সফল হওয়া কৃষকদেরকে কোম্পানীর পক্ষ থেকে স্প্রে মেশিন উপহার দেওয়া হয়।