‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেয়।
বক্তারা, দেশের উৎপাদনশীলতার সক্ষমতা বাড়াতে জেলা পর্যায়ের শিল্পউদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও বিসিকের উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।