২৫ মার্চ কাল রাতকে গণহত্যা দিবস ঘোষণা ও গণহত্যার অপরাধ স্বীকার করে রাষ্ট্রীয়ভাবে পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা ছাত্রলীগ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, ২৫ মার্চ কাল রাতকে আন্তর্জাতিক ভাবে গণহত্যা দিবস ঘোষণা ও পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বাধ্য করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।