ঝিনাইদহ সদর উপজেলার কাষ্টসাগরা গ্রামে আরিফা খাতুন সোমা (২৪) নামে এক গৃহবধুকে তার স্বামী পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত আরিফা খাতুনের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহত আরিফা খাতুন সোমা জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের নুর ইসলামের মেয়ে।
এদিকে, শনিবার বিকেল ৩টায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা অংশগ্রহণ করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
এ সময় গ্রামবাসীরা বিচারের দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরেই ছেলে পক্ষ যৌতুকের টাকা দাবী করে আসছিল। যৌতুকের টাকা দিতে সম্মত না হওয়ায় ছেলের পরিবারসহ ছেলে গতকাল ২৪ ডিসেম্বর সোমাকে পিটিয়ে হত্যা করে এটাকে আত্মহত্যা বলে চালাতে গলাই ফাঁস দেওয়ার মতো করে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।