ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মধুপুরে অবস্থিত বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এ প্রশিক্ষণ শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির উর্দ্ধতন বৈজ্ঞনিক কর্মকর্তা নুর আলম সিদ্দিকী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃপাংশু শেখর বিশ্বাস, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর অধ্যক্ষ জাহিদুল আমিন, বারটান’র বৈজ্ঞানিক কর্মকর্তা সোনিয়া শারমিন, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শহিদুল ইসলামসহ অন্যান্যরা। ৩ দিন ব্যাপী পুষ্টি বিষয়ক এ কর্মশালায় ঝিনাইদহ ও মাগুরা জেলা বিভিন্ন উপজেলার ৬০ জন কৃষি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, পুরোহিত ও কৃষক-কষাণীকে প্রশিক্ষণ প্রদাণ করা হবে। মঙ্গলবার থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।