ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষকদলের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে শীতকালীন ২০০ প্যাকেট সবজির বীজ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে শহরের চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর কৃষকদলের উদ্যোগে সবজি বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানে কৃষকদল নেতা লিয়াকত আলী মাষ্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ মাহবুবার রহমান, পৌর বিএনপির সিনিয়ির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা ও যুগ্ম আহবায়ক জবেদ আলী। এদিকে কালীগঞ্জ উপজেলা কৃষকদলের উদ্যোগে পাইকপাড়া মাদ্রাসা মাঠে কৃষকদল নেতা আমিনুর রহমানের সভাপতিত্বে অপর এক সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ডাঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী জিন্নাহ।