অপর দিকে কালীগঞ্জ উপজেলায় সভাকক্ষে বিকাল ৪টায় ১০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত সংরক্ষিত মহিলা মেম্বার ও মেম্বার শপথ পাঠ করান উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া জেরিন।এসময় উপস্তিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভিন,উপজেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেন,পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার দাস,শিক্ষা কর্মকর্তা মধুসুধন,সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহমেদ খান।
জানাগেছে, কালীগঞ্জে ১১ ইউনিয়নের মধ্যে ১০ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়।
বাকি কাষ্টভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আয়ুব হোসেন ও মেম্বারদের শপথ অনুষ্ঠিত হয়নি। ১০নং কাষ্টভাঙা ইউনিয়নে সঠিকভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়নি বলে আদালতে রিট করার পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্টে বিচারক এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমানের যৌথ বেঞ্চ এক আদেশের ফলে তাদের শপথ বন্ধ হয়ে যায়। ওই আদেশে আগামি ১০ কার্যদিবসের মধ্যে রিটের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৭ ডিসেম্বর বাদির পক্ষে রিট পিটিশনটি করেন এ্যাড. আশানুর রহমান মামলার জটিলতার কারণে ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব হোসেন খান ও মেম্বার শপথ নিতে পারলেন না।রিট পিটিশন মামলা নাম্বার-১৩১০১/২০২১।
পিটিশনে উল্লেখ করা হয় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টাভাঙ্গা ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডে নির্বাচন বাতিল করে সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়। গত ২৮ নভেম্বর ২০২১ তৃতীয় ধাপের ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।