ঝিনাইদহে করোনা সংক্রমণ রোধে নানা বিধি নিষেধ মেনে দোকান-পাট খোলা রাখার কথা থাকলেও তা মানা হচ্ছে না। কাপড়ের দোকানগুলোতে ভীড় ক্রমশ বেড়েই চলেছে। অধিকাংশ ক্ষেত্রে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি। তবে মানুষের মধ্যে মাস্ক ব্যবহার ছিল বেশী। এমন অবস্থায় স্বাস্থ্য বিধি নিশ্চিতে আজ দুপুর ১ টার দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কাপড়ের দোকানরগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় সামাজিক দুরতœ না মেনে বেচা-কেনা করা, মাস্ক ব্যবহার না করায় দোকান মালিক ও ক্রেতা সহ ৯ জনকে ২শ’ টাকা করে জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেদায়েত উল্লাহ জানান, সরকারী বিধি নিষেধ বাস্তবায়নে অভিযান চলছে। যারা এই নিষেধ মানছে না তাদের জরিমানার