করোনা ভ্যাকসিন প্রদাণে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ প্রদাণের জন্য প্রশিক্ষকদের প্রশিক্ষক প্রদাণ শুরু হয়েছে। আজ সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: সেলিনা বেগম। এসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন জানান, সোমবার ও মঙ্গলবার ৩৪ জন প্রশিক্ষককে প্রশিক্ষন প্রদাণ করা হবে। তাদের প্রশিক্ষণ দিচ্ছেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: তালাত তাসনিম শুভ ও ডা: শারমিন নাহার। প্রশিক্ষিত এই ৩৪ জন উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবকদের করোনার ভ্যাকসিন প্রদাণ বিষয়ে প্রশিক্ষণ প্রদাণ করবেন।