এহতেশাম রফিক
ঝিনাইদহে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদান সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, সিভিল সার্জন ডা: সেলিনা বেগম সহ বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, আগামী ৭ তারিখ থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে। এ জন্য সরকারের নির্দেশনা মোতাবেক সকল উপজেলা থেকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন গ্রহনে আগ্রহীদের তালিকা আগামী দু-দিনের মধ্যে স্বাস্থ বিভাগ ও জেলা প্রশাসনকে জমা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যারা ভ্যাকসিন দিবেন তাদের প্রশিক্ষণও কয়েকদিনের মধ্যেই শুরু হবে। তাছাড়া টিকার পার্শ্বপ্রতিক্রিয়া মোকাবেলায়ও মেডিকেল টিম প্রস্তুত থাকবে।