ঝিনাইদহ সদর উপজেলার বিজয়পুর গ্রামে এক কৃষকের প্রায় ১ বিঘা জমির শতাধিক ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। মঙ্গলবার রাতে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। ঘোড়ামারা গ্রামের ক্ষতিগ্রস্থ কৃষক মকিদুল ইসলাম জানান, অন্যের জমি লীজ নিয়ে তিনি বিজয়পুর গ্রামের মাঠে এ বছর কলার আবাদ করেছিলেন। আর কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করতেন তিনি। কিন্তু মঙ্গলবার রাতের কোন এক এসময় দুবৃর্ত্তরা তার ধরন্ত কলাগাছ কেটে দিয়েছে। বুধবার সকালে কলাক্ষেতে গিয়ে গাছ ও কলার কাদি মাটিতে লুটিয়ে থাকতে দেখেন তিনি। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ কৃষক মকিদুল ইসলাম অভিযোগ করেন, এর আগে ঘোড়ামারা গ্রামের আশিক ও সালেক তার কলাক্ষেত থেকে কলা চুরি করে। এলাকাবাসীর কাছে হাতে নাতে আটক হওয়ার পর স্থানীয় মাতব্বরা তাদের ৭ হাজার টাকা জরিমানা করে। এ কারণেই আশিক ও সালেক এ ঘটনা ঘটাতে পারে পরে তিনি ধারনা করছেন। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় তিনি একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।