এদর মধ্যে ৪ জন পুরুষ এবং ১জন নারী রয়েছে। এছাড়াও সহয়তাকারী দালাল ইঞ্জিনচালিত ভ্যানগাড়ী চালক মোঃ নাজমুল হোসেনকে আটক করা হয়।
৫৮ বাংলাদেশ বর্ডার গার্ডের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, আসামীগন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে গমনকালে আটক করা হয়। আটককৃত আসামীদেরকে অবৈধভাবে বিনাপাসপোর্টে বাংলাদেশ হতে ভারতে গমন করার অপরাধে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের এবং সোপর্দ করা হয়েছে।
তিনি আরো জানান, এরা সকলে কক্সবাজার জেলার উখিয়া থানার মধুছড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-৪ হতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে এসেছে।