ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় গত ১৬ মার্চ গভীররাতে রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত শ্যামকুড় বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১২৩-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামস্থ পদ্মপুকুর বটতলা মোড় পাকা রাস্তার উপর হতে বাংলাদেশী নাগরিক ১৪ জনকে আটক করেছে। (পুরুষ- ০৭ জন, নারী- ০৪ জন এবং শিশু- ০৩ জন) ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত মঙ্গলবার গভীর রাতে সীমান্তে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো মোঃ আবু বক্কর শিকদার (৩০),মোছাঃ লাইজু (২১), আছিয়া আক্তার মনিকা (০৯ মাস), মোঃ রাছেল (২৭), এরা সবাই পিরোজপুর ইন্দুরকানি উপজেলার কলাবন গ্রামের বাসিন্দা। আরো যাদের আটক এরা হয়েছে এরা হলো মোঃ সিদ্দিক মাতুব্বর (৩৫), মোছাঃ মমতাজ (৩২), সামিয়া (০১), এদের বাড়ি বাগেরহাট জেলার শরন খোলা উপজেলার খেজুরবাড়ীয়া গ্রামে। এ ছাড়াও মোঃ নজরুল খাঁ (৪০),মোছাঃ মমতাজ বেগম (৩২), মোঃ মজিবর খাঁ, বাগেরহাট মোগলগঞ্জ উপজেলার বড়পরি গ্রামের, খুলনা জেলার জেলখানাঘাট উপজেলার নন্দনপুরের, মোছাঃ সাজেদা বেগম (৩২), মোঃ শামিম হোসেন, সাদিয়া (০৬), মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মোঃ মহসিন হাওলাদার (২৫), মোঃ মাহাবুব (৩০), মোঃ মাসুম খাঁন (৩২), বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার মোঃ রুস্তুম আলী খাঁন, এদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়। এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার মোঃ শরিফুল (৩২) কে ১টি মাইক্রোবাসসহ আটক করা হয়।
আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।