ভোট প্রার্থনা করতে প্রার্থীরা গ্রামে গ্রামে ছুটছেন। পাড়া–মহল্লা, গ্রাম–গঞ্জে ভোটারদের সাথে চলছে গণসংযোগ।“
এরই অংশ হিসেবে দুপুরে ঝিনাইদহ–২ আসনের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল তার নির্বাচনী এলাকায় গণসংযোগ শুরু করেন। দুপুরে সদর উপজেলার ডাকবাংলা বাজার থেকে প্রচারণা শুরু করেন। সেখান থেকে উপজেলার সাধুহাটি ও হরিণাকুন্ডু উপজেলার রিশখালি, দখলপুর, হরিণাকুন্ডু বাজারসহ বিভিন্ন গ্রাম–পাড়া–মহল্লায় প্রচার–প্রচারণা করেন। তিনি আগামী ৭ জানুয়ারী ঈগল পাখি মার্কায় ভোট প্রার্থনা করেন। পরে উপজেলার দখলপুর বাজারে পথসভা করেন তিনি। প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। তারা বলছেন, তারা নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন সাধন করবেন। নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, তারা প্রচারণার ধারায় নজর রাখছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা দ্রুত মোকাবেলা করা হবে। আগামী ৭ জানুয়ারী অনুষ্ঠিতব্য এই নির্বাচনে ঝিনাইদহের ৪টি আসনে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।“