ঝিনাইদহের হরিনাকুন্ডুতে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রবিউল ইসলাম নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। সে উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। এদিকে এ ঘটনার পর রাতেই হরিনাকুন্ডু পৌর আওয়ামীলীগ কর্মী আক্কাচ আলীর বাড়ি সহ ৬ টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষরা। পরে আরো একজনকে কুপিয়ে আহত করা হয়।
পুলিশ জানায়, পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের সমর্থক রবিউল ইসলাম এর সাথে জোড়াপুকুরিয়া গ্রামের আওয়ামীলীগ কর্মী আক্কাচ আলীর ভিতর গ্রাম্য দলাদলি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বিকালে হরিনাকুন্ডু শহরের একতারা মোড়ের একটি গ্যারেজে ইজি বাইক রেখে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে এলাকায় মসজিদে নামাজ পড়তে যায় রবিউল। নামাজ পড়ে বের হলে ওই এলাকা থেকে ৪/৫ যুবক তাকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনার পর নিহতের স্বজনরা জোড়াপুকুরিয়া গ্রামের বাসিন্দা ও আওয়ামীলীগ কর্মী আক্কাচ আলীর বাড়ি সহ ৬ টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তারও আবার পাল্টা প্রতিপক্ষের একজনকে কুপিয়ে আহত করে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।