ঝিনাইদহের মহেশপুর উপজেলার চাপাতলা সীমান্ত থেকে রকিবুল ইসলাম নামের এক
যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে ওই গ্রামের ইছামতি নদীর পাড়
থেকে তার লাশ উদ্ধার করে বিজিবি। নিহত রকিবুল ইসলাম উপজেলার যাদবপুর
গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। সে চাপাতলা গ্রামে শশুড়বাড়িতে থাকত।
স্থানীয়রা জানান, সকালে ইছামতি নদীর পাড়ে রকিবুলের লাশ পড়ে থাকতে দেখে
বিজিবিকে খবর দেয় গ্রামবাসী। পরে বিজিবি এসে তার লাশ উদ্ধার করে। পেশায়
রাজমিস্ত্রী রকিবুল রোববার সকালে বাড়ি থেকে বের হয়। অন্যদের সাথে ভারত অভ্যন্তরে
গিয়েছিলো সে। পরে আর সে বাড়ি ফেরেনি। সকালে ইছামতি নদীর ধারে তুলার
ক্ষেতের ভেতর তার লাশ পাওয়া যায়। রকিবুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে
প্রাথমিক ভাবে ধারনা করছে স্থানীয়রা।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্ণেল মাসুদ পারভেজ জানান, বাংলাদেশ
অভ্যন্তরে একটি লাশ পাওয়া গেছে। তাকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা
জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।