ঝিনাইদহের মহেশপুরের হুদা-শ্রীরামপুর গ্রামে ছাগলে ক্ষেতের কলাই খাওয়া নিয়ে দ্বন্দের জেরে মো: লিটন (৩৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গেলরাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে এবং পেশায় একজন কৃষক।
স্থানীয়রা জানায়, হুদা শ্রীরামপুর গ্রামের বাসিন্দা মজনু’র বাড়ির পাশে একটি কলাই ক্ষেত রয়েছে। সেখান থেকে গ্রামেরই দাউদ ও মালেক ছাগলের জন্য ঘাষ কাটে এবং গতকাল শুক্রবার দুপুরের আগে তাদের ছাগলে কিছু কলাইও খায়। এ নিয়ে তর্কের জেরে রাতে মজনুর সাথে তাদের হাতাহাতি হয়। তখন মজনুর চাচাতো ভাই লিটন এসে তাকে বাড়িতে নিয়ে যেতে গেলেই দাউদ, মালেক, স্বাধীন, আরমান সহ কয়েকজন চড়াও হয়। এক পর্যায়ে তারা লিটনকে পিটিয়ে আহত করে। তখন গ্রামের অন্যরা ছুটে এসে লিটনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়।
ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: মুন্না বিশ^াস জানান, এ ঘটনায় গতকাল বিকালে মহেশপুর থানায় একটি মারামারির মামলা হয়। পরে তারা রাতে বিরোধের জড়ায়। এক পর্যায়ে লিটন অস্বুস্থ হয়ে পড়লে তাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোজ নিয়ে জানতে পারি নিহতের হার্টে একাধিক ব্লক ছিল। কিল-ঘুষি নাকি হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে এটা ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই বলা যাবে।