ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়ীয়া আমেনা খাতুন কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলেজ পরিচালনা কমিটির সভাপতি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।সেসময় উপস্থিত ছিলেন ,কলেজের অধ্যক্ষ মহিদুজ্জামান, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুক,কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,উপাধ্যক্ষ আব্দুস সালাম, ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিলটন,জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ফুরসন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শিকদার শহিদুল ইসলাম,সমাজ সেবক মমিনুল ইসলাম মানিক,ইউনুছ আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।এসময় অতিথি বৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরেন।এছাড়াও প্রতিষ্ঠানের উন্নয়নের ধারা অব্যহত রাখার ঘোষণা দেন।অপরদিকে বিকালে পৌরসভার ৩ নং ওয়ার্ডের দরিগোবিন্দপুর নির্মাণার্ধীন কেন্দ্রীয় জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল।