জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তদারকিমূলক অভিযান চালিয়ে ৪ দোকানিকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর-২০২০) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারায় এসব প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
অভিযানে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় খাবার ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঝিনাইদহ জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সুচন্দন মন্ডলহ,ক্যাবের অন্যতম সদস্য এমএ কবিরসহ প্রশাসের কর্মকর্তাবৃন্দ।
এ সময় ঝিনাইদহ সদরের নলডাঙ্গা বাজারের সেন সুইটস্,কামাল স্টোর,একরামুল স্টোর আলমগীর স্টোরকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।