ঝিনাইদহ ২৫ জুন-
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাঁটা পড়ে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন
হয়েছে। রোববার ভোরে উপজেলার কাঠালিয়া সুন্দরপুর এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরে ইউসুফ নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে
গেছে এমন খবরে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার
করে। উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত
চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়। আহত যুবকের
বাড়ি বরিশাল জেলায়। তবে আহত ওই ব্যক্তি কি কারণে ওই এলাকায়
গিয়েছিলেন সেটি জানা যায়নি।