চুয়াডাঙ্গায় পৃথক দুটি অভিযানে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬। মঙ্গলবার (১০ আগস্ট) বিকালের দিকে আদাঘন্টার ব্যবধানে দুটি অভিযান পরিচালিত হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার ।
র্যাব সুত্রে জানা যায়, মঙ্গলবার সাড়ে ৫ টার সময় গোপন সাংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা হারদী বাজারস্থ (হারদী ডিস মোর) এস এস টেইলার্স এর সামনে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার মিরপুর থানার পাগলা গোপিনাথপুর গ্রামের মৃত নবী ছদ্দিনের ছেলে আয়েন আলী (৩৫) কে আটক করা হয়। পরে তার কাছা থাকা ২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
অপরদিকে,একইদিন বিকাল ৬ টার সময় চুয়াডাঙ্গা জেলার দর্শনা ধানাধীন দক্ষিণ চাঁদপুর বাসষ্ট্যান্ড পাড়া এলাকায় জনৈক আখতারুল মন্ডল এর বসত-বাড়ির সামনে দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এসময় চাঁদপুর গ্রামের মোশারেফ হোসেন মন্ডলের স্ত্রী রাশিদা বেগম (৬০) কে আটক করা হয়। পরে তার কাছা থাকা ৪ কেজি গাঁজা, ১ টি সীমকার্ডসহ ১ টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরে আটককৃত আসামী আয়েন আলী আলমডাঙ্গা এবং অপর আসামী রাশিদা বেগমকে দর্শনা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।